দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলাদেশ আত্রাই নদীর ওপর রাবার ড্যাম তৈরি করেছে। আত্রাই নদী দুটো দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। নদীর একটি অংশ বাংলাদেশে থাকলেও আরেকটি অংশ প্রবাহিত হয় দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে দিয়ে। রাবার ড্যাম্পের কারণে দক্ষিণ দিনাজপুর জেলার অংশের আত্রাই নদী শুকিয়ে যাচ্ছে। নদী ভাঙ্গনের পরিস্থিতিও তৈরি হচ্ছে। তাই নদীর উত্তরাধিকার আগামী প্রজন্মের হাতে পৌঁছে দিতে। পাশাপাশি আত্রাই নদীকে কিভাবে বাঁচানো যায় সেই বিষয়ে পাঠ দিতে অভিনব প্রকৃতি পাঠের আয়োজন করল বালুরঘাট ব্লকের বরকইল হাই স্কুলের দুই শিক্ষক।শিক্ষক তুষার কান্তি দত্ত ও বিশ্বজিৎ মন্ডল এর উদ্যোগে বালুরঘাট ব্লকের পাগলিগঞ্জ এলাকায় নদীর ভূমিরূপ, নদী ভাঙ্গন পাশাপাশি পরিবেশ দূষণ সম্পর্কিত প্রকৃতি পাঠের আয়োজন করা হয়। বরকইল হাই স্কুলের দশম শ্রেণীর ৩৪ জন ছাত্র এই প্রকৃতি পাঠের আসরে অংশগ্রহণ করে। উত্তরাধিকার মধ্যে পৌঁছে দিতে শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা।