পন্ডিত রঘুনাথ মুর্মুর আবক্ষ মূর্তির সামনে অশালীন আচরণের অভিযোগ তুলে পথ অবরোধ।।।

0
203

আবদুল হাই,বাঁকুড়াঃ অলচিকি হরফের স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্ম্মুর আবক্ষ মূর্তির সামনে ‘অশালীন আচরণে’র অভিযোগ তুলে পথ অবরোধে সামিল হলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর সারেঙ্গার পিরলগাড়ি মোড় সংলগ্ন পণ্ডিত রঘুনাথ মুর্ম্মু স্মৃতি মহাবিদ্যালয়ের সামনে তারা পথ অবরোধ করেন। এই অবরোধের জেরে ব্যস্ততম রাজ্য সড়কের উপর আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন।

অবরোধকারী ভারত জাকাত মাঝি পারগানা মহলের অভিযোগ, বুধবার পণ্ডিত রঘূনাথ মুর্ম্মুর প্রয়াণ দিবস ছিল। ঐ দিন খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পণ্ডিত রঘুনাথ মুর্ম্মু স্মৃতি মহাবিদ্যালয়ে পরীক্ষা দিতে আসে। তাদের মধ্যে কেউ ঐ কলেজের সামনে থাকা পণ্ডিত রঘুনাথ মুর্ম্মুর আবক্ষ মূর্তির উপরে উঠে অশালীন আচরণ করে ও সেই ভিডিও সামাজিক মাধ্যমে 'ভাইরাল' করে। ঐ ঘটনা যথেষ্ট নিন্দাজনক।

ভারত জাকাত মাঝি পারগানা মহলের বাঁকুড়া জেলা সম্পাদক বিপ্লব অভিযুক্ত ঐ ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, মহামানবের অপমান মেনে নেওয়া যায়না। অভিযুক্ত ঐ ছাত্রকে ঘটনাস্থলে উপস্থিত করানোর দাবি তিনি জানান।

শেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধ চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে সিমলাপাল ও সারেঙ্গা থানার পুলিশ।