নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-ফিল্মি কায়দায় মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই করে পালাতে গিয়ে গ্রামবাসীদের খপ্পরে পড়লেন এক দুষ্কৃতী।গণপ্রহারের পর সেই ছিনতাই বাজ কে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার নদাপাড়া এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতের নাম বরুণ নুনিয়া। বৃহস্পতিবার
তাকে চাঁচল মহকুমা আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের জন্য হেফাজতে নিয়েছে চাঁচা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,বলরামপুর এলাকার বাসিন্দা তথা চাঁচল রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মুহুরি ইলিয়াস(৫২) আলম এদিন রাতে অফিস থেকে কাজ সেরে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন।ওই সময় নদাপাড়া এলাকায় বাইক নিয়ে পথ আটকায় তিন দুষ্কৃতী।কপালে বন্দুক ঠেকিয়ে তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনতাই করে চম্পট দেয় তিন দুষ্কৃতী।খানিক বাদেই ওই রাস্তা দিয়ে আসছিলেন এলাকার বেশ কয়েকজন।ছিনতাই হয়ে যাওয়ার ঘটনাটি তাদের জানান ইলিয়াস বাবু।ঘটনাক্রমে কিছুটা এগিয়ে যেতেই বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় দুষ্কৃতীদের।এক দুষ্কৃতীকে ধরে ফেলেন এলাকাবাসী।বাকি দুজন পালিয়ে যায় বলে খবর।বাসিন্দাদের গণপ্রহারের হাত থেকে উদ্ধার করে বরুণকে হাসপাতালে ভর্তি করায় পুলিশ।