সময়ে স্কুলের দরজা না খোলার অভিযোগ দরজাতেই তালা ঝুলিয়ে বিক্ষোভ।

0
265

আবদুল হাই, বাঁকুড়াঃ নিদির্ষ্ট সময়ে স্কুলের দরজা না খোলায় স্কুলের দরজাতেই তালা ঝুলিয়ে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। এই ঘটনার প্ররিবাদে আজ শুক্রবার স্কুলের মেন গেটে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় অভিভাবকরা। ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকের ধবন নেতাজী বিদ্যাপিঠ। পরে শিক্ষকদের আস্বাসে স্কুলের তালা খোলেন অভিভাবকরা।

বাঁকুড়ার ধবন নেতাজী বিদ্যাপিঠে সময়মতো শিক্ষকদের না আসার অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি স্কুলের গ্রুপ ডি কর্মীও সময়মতো স্কুলে না আসায় প্রায় প্রতিদিনই স্কুল শুরুর ঠিক আগে পড়ুয়ারা স্কুলে এলেও তারা স্কুল চত্বরে প্রবেশ করতে পারছে না। ফলে স্কুল চত্বরের বাইরে বাঁকুড়া শালতোড়া রাজ্য সড়কের উপর তারা ঘোরাফেরা করতে বাধ্য হচ্ছে। আজও একই পরিস্থিতি তৈরী হলে স্থানীয় অভিভাবকরা স্কুলের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় বিক্ষুব্ধ অভিভাবকদের দাবী এর ফলে যে কোনোদিন বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকছে। স্কুলের গ্রুপ দি কর্মীর দাবী কোনোদিনই দেরি করে স্কুল খোলা হয়না। আজ তিনি বিশেষ কাজে আটকে যাওয়াতেই এই বিপত্তি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাও অভিভাবকদের অভিযোগ অস্বীকার করেন।