সাঁকরাইল যদুনাথ হাতি মহাশ্মশান সংলগ্ন শিব মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হল বিশিষ্ট অনুষ্ঠান গঙ্গার ধারে গঙ্গা আরতি।

0
430

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সাঁকরাইল যদুনাথ হাতি মহাশ্মশান বহু পুরনো। বহু দূর দূরান্ত থেকে সনাতন ধর্মালম্বীরা এই শ্মশানে মৃতদেহ দাহ করতে আসেন। ত সংলগ্ন পার্শ্ববর্তী জায়গায় বিভিন্ন মন্দির সুসজ্জিত ভাবে গড়ে উঠেছে। কালী মন্দির থেকে শুরু করি শিব মন্দির শনি মন্দির বিভিন্ন মন্দির শোভা পাচ্ছে এই গঙ্গার ধার। সবথেকে বিশেষত্ব হলো গঙ্গা-সরস্বতী মূল সংযোগস্থলে রয়েছে এই মন্দির। মন্দির কমিটির অক্লান্ত পরিশ্রমে এবং এলাকাবাসী সকলের সহযোগিতায় আজ মন্দির সুপ্রতিষ্ঠিত। গত বছর মহা ধুমধামের সহিত শিব মন্দির প্রতিষ্ঠিত হয় সেই উপলক্ষে গঙ্গারতি ও হয়। সেই ঐতিহ্য বজায় রাখতে গঙ্গার তীরবর্তী জায়গায় এ বছর গঙ্গা আরতি ব্যবস্থা করা হয় কমিটির পক্ষ থেকে। কয়েকশো ভক্ত তারা চাক্ষুষ দেখার জন্য গঙ্গা পাড়ে হাজির হয়েছিলেন। এ সুন্দর মুহূর্তের অপূর্ব দৃশ্য সাক্ষী থাকার বাসনাতে বহু ভক্ত জমায়েত হয়েছিলেন। সুন্দর গানের পরিবেশনের মাধ্যমে এলাকায় এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। এমনই অভিমত আগত ভক্তবৃন্দদের। পাঁচজন পুরোহিত নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে মা গঙ্গা দেবীর আরাধনা করলেন এবং আরতি করলেন বিভিন্ন উপাচারের মাধ্যমে। শিব মন্দির প্রতিষ্ঠা নিয়ে আজ সারাদিন নানা রকম পূজা পাঠ এবং হোম যজ্ঞের অনুষ্ঠান চলে। তারপর সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি করা হয়। আরতির শেষে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় কমিটির পক্ষ থেকে।