উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় বেশ কয়েকজন পুলিশ কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, ৯ জন অভিযুক্তকে গ্রেফতার।

0
131

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সরস্বতী পুজোর প্রতিমা নিরঞ্জন করে বাড়ি ফেরার পথে উচ্চস্বরে ডিজে বাজানো হচ্ছিল।উদ্যোক্তাদের শব্দ কম করবার জন্য বলেছিল পুলিশ। তার জেরে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে। নদিয়ার রানাঘাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের স্বর্গোদ্বার রোডে শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল রানাঘাট থানা থেকে ঢিলচড়া দূরত্বে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আক্রান্ত হয়েছেন চার পুলিশ কর্মী। সরস্বতী পুজো উদ্যোক্তারা মদ্যপ অবস্থায় ছিলেন। রাস্তায় ফেলে তিলচর ঘুষি, লাথি এবং বাঁশ দিয়ে মারা হয়। প্রথমে গুরুতর আহত অবস্থায় চারজনকে নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। এদের মধ্যে আলতাফ হোসেন নামে একজন সাব-ইন্সপেক্টর এবং মীর রফিকুল আলম নামে এক এসআই সহ চারজন পুলিশ কর্মী আহত হন। তাদের মধ্যে ২জন রানাঘাটের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।
ঘটনার পরই ৯ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ। ধৃতদের মধ্যে ২জন মহিলা সহ মোট ৯ জন রয়েছেন। আজ রানাঘাট মহকুমা আদালতে ধৃতদের তোলা হয়েছে।