চা বাগানের শ্রমিকদের প্রোফিডেণ্ট ফাণ্ডের সমস্যা নিয়ে তৃণমূলের ধর্না।

0
350

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চা বাগানের শ্রমিকদের প্রোফিডেণ্ট ফাণ্ডের সমস্যা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি বিধায়ক ও সাংসদদের বাড়ির সামনে যে ধর্ণা চলছে সেটা একটা আই ওয়াশ তারা নাটক করছে শনিবার কালচিনিতে জানান সিটু আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিকাশ মাহালি। এদিন বিকাশ মাহালি জানান, তৃণমূল বা বিজেপি দুটি দল ক্ষমতায় আছে কিন্ত ক্ষমতায় থেকেও এই দুটি দল চা শ্রমিকদের জন‍্য কিছু করতে পারিনি তাই এরা বর্তমানে নাটক করছে এবং বিধায়কদের বাড়ির সামনে ধর্ণায় বসে আই ওয়াশ করছে। সত‍্যি কারের আন্দোলনে নামার হলে সড়কে নেমে আন্দোলন করতো।

এই বিষয়ে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাঁও জানান, সিটু নেতাদের চোখ ভালো মত জল দিয়ে পরিষ্কার করতে হবে আমরা আইওয়াশ করছি ওরা আই ওয়াশ করতো এখনও করে। বীরেন্দ্র ওরাঁও জানান বর্তমান রাজ‍্য সরকার শ্রমিকদের জন‍্য অনেক চিন্তাভাবনা করছে এবং অনেক কিছু করছে।