বর্ধমান ডিস্ট্রিক্ট ক্রীড়া সংস্থার উদ্যোগে অ্যাথলেটিক মিট ২০২৩ এবং রক্তদান শিবির।

0
168

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বর্ধমান ডিস্ট্রিক্ট ক্রীড়া সংস্থার উদ্যোগে অ্যাথলেটিক মিট ২০২৩ এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হল বর্ধমান শহরে রানীর মাঠে। ৪৩ তম বর্ষে পদার্পণ করল এই রক্তদান শিবির। প্রতি বছর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের নির্দেশে এবং বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এই অ্যাথলেটিক মিট এবং রক্তদান শিবির হয়ে থাকে। আজ এই অ্যাথলেটিক মিটে যোগদানকারী প্রতিযোগীদের মধ্যে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয়কে পুরস্কৃত করা হয়। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক গৌরীশংকর ভট্টাচার্য বলেন, প্রতি বছর বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই অ্যাথলেটিক মিট হয়ে থাকে। আমাদের এই অ্যাথলেটিক মিটে হাই জাম্প,লং জাম সহ বিভিন্ন রকম খেলা রয়েছে। মোট ৭৯ জন রয়েছে এই খেলার মধ্যে। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শিব শংকর ঘোষ বলেন, জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের নির্দেশে অ্যাথলেটিক মিট এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। ৪৩ তম বর্ষে পদার্পণ করলো এই আমাদের সংস্থা। ৭৫ জন রক্তদাতা আজ স্বেচ্ছায় রক্তদান করলেন। সংগৃহীত রক্ত আমরা শিব শংকর সেবা সমিতির হাতে তুলে দিচ্ছি। ২০১২ সাল থেকে শুরু হয়েছে আমাদের এই কর্মসূচি।