সচেতনতার বার্তা নিয়ে টাইগার হিল থেকে যাত্রা শুরু করে বকখালী বীচ অবধি যাবেন মালদার বাসিন্দা মানসী বিশ্বাস।

0
3040

নদীয়া , নিজস্ব সংবাদদাতা:- একা মহিলা তিনি টাইগার হিল থেকে যাত্রা শুরু করে বকখালী বীচ অবধি যাবেন শুধুমাত্র পায়ে হেঁটে ইতিমধ্যে নদিয়ার রানাঘাটে প্রবেশ।তিনি পায়ে হেঁটে এগোচ্ছেন মালদার বাসিন্দা মানসী বিশ্বাস 14 ই জানুয়ারী টাইগার হিল থেকে পথ চলা শুরু। সামাজিক উদ্দেশ্য নিয়ে পাহাড়ে ধস কিংবা গঙ্গা ভাঙ্গনে জমি চলে যাচ্ছে সেখানে বৃক্ষ ছেদন রোধ করে মৃত্তিকা ক্ষয় রোধ করা সম্ভব।এর জন্য বৃক্ষ ছেদনরোধ ও বৃক্ষ রোপন ও মেনগ্রোভ গাছ সংরক্ষণ ও গাছ লাগানো সুমুদ্রতট বাঁচানো পরিবেশ ও স্বাস্থ্য সচেতন ও পরিবেশের প্রতি মানুষের ভালোবাসার জন্য এই হাঁটা।সকাল 7টা থেকে শুরু করে বিকেল 5 টা অবধি হাঁটছেন।আমাদের একান্ত সাক্ষাৎকারে কি বললেন ফেব্রুয়ারি 9 থেকে 10 তারিখে বকখালী পৌঁছবেন বলে আশা করছেন তিনি।