পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- পঞ্চায়েত ভোটের আগে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আনন্দপুর জনসভায় কড়া দাওয়াই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বেলা তিনটা নাগাদ আনন্দপুর থেকে দলীয় কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কার্যত হুঁশিয়ারির সুরে তৃণমূলের সর্বভারতীয় সেকেন্ড ইন কমান্ড বলেন, “কে কোথায় কী করছেন সব নজর রাখছি। কয়েকজন নেতার কাজে দলের মাথা নত হতে দেব না। যারা ভাবছে মানুষের কাজ না করে ঘুরে বেরাব, তা হবে না। যারা ভাবছেন প্রার্থী হয়ে মানুষের কাজ করব না, তাঁদের উপর নজর রাখা হচ্ছে।”
এই দিন কেশপুরের আনন্দপুরের জনসভা থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, “কোন প্রধান কী করছেন খবর রাখছি। ৩-৪ জন নেতার রেষারেষিতে দলের মাথা নীচু হতে দেব না। যারা ভাবছেন সব নামের মধ্যে দু’একটা নাম ঢুকিয়ে দেওয়া যাবে, বিশ্বাস করুন আমি পাহারাদেরর ভূমিকায় আছি। কিছু হতে দেব না। সুযোগ দিচ্ছি শুধরে যান, না হলে যা ওষুধ দেব মনে রাখবেন।”
Home রাজ্য দক্ষিণ বাংলা সুযোগ দিচ্ছি শুধরে যান,না হলে যা ওষুধ দেব মনে রাখবেন,আনন্দপুর থেকে গোষ্ঠীবাজি...