কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- মাত্র ৯৯৯ টাকাতেই কোচবিহার থেকে বিমানে পাড়ি দেওয়া যাবে কলকাতায়। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকেই মিলবে এই পরিষেবা। গতকাল কোচবিহার বিমানবন্দর পরিদর্শনে এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। যদিও ওই বিমান সংস্থার ৩ মাসের মধ্যে নির্ধারিত ভাড়া দিয়ে ওই বিমান চলবে। সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে উড়ান প্রকল্পে এই বিমানবন্দর থেকে যাত্রী পরিষেবা চালু করতে উদ্যোগী হয় কেন্দ্র সরকার। এই বিমান চলবে ভূবনেশ্বর- জামশেদপুর- কলকাতা- কোচবিহার রুটে এই বিমান চলবে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের এই মন্তব্য নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কণ্ঠে।
এদিন বিমান পরিষেবা চালু প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানান, নিশীথ প্রামাণিক বিমান পরিষেবা চালুর ঘোষণা করার কে। তিনি কি কেন্দ্র সরকারের প্রতিনিধি হিসেবে বিমান পরিষেবা চালুর ঘোষণা করেন। ওই দপ্তরে তিনি তো কেউ না। মাত্র ৯৯৯ টাকা বিমান ভাড়া। বাকিটা নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার দেবেন। ওই ভর্তুকিটা কাদের জন্য। এই বিমান পরিষেবা সাধারণ মানুষ পাবে না। এটা মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে। কারণ সামনে পঞ্চায়েত নির্বাচন তার আগে এটা সাধারণ মানুষকে ভাওতা দেওয়া ছাড়া কিছু না।