আবারো পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর।

0
145

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আবারো ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা একটি লরিকে সজরে ধাক্কা মেরে মৃত্যু হল এক বাইক আরোহীর। জানা যায় মৃত বাইক আরোহীর নাম রবি ঘোষ বয়স আনুমানিক ৩৪ বছর। বাড়ি নদীয়ার রানাঘাটের দক্ষিণ মাজদিয়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায় রবি ঘোষ গতকাল রাত্রি আটটা নাগাদ বাড়ি থেকে বাইক নিয়ে বের হয়, এরপর শান্তিপুর ফুলিয়ায় একটি বিশেষ কাজে আসে সে। রাত্রি বারোটা নাগাদ হঠাৎই পরিবারের লোকজন খবর পায় শান্তিপুর ব্লকের প্রফুল্ল নগরের ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। পরিবারের লোকজন এসে দেখে রবি ঘোষ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। খবর পায় শান্তিপুর থানার পুলিশ, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃত রবি ঘোষের দেহ উদ্ধার করে। আজ মৃতদেহটির ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ৩৪ নম্বর জাতীয় সড়কে লরিটি দাঁড়িয়েছিল রবি ঘোষ নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে আর ঘটনাস্থলে মৃত্যু হয় রবি ঘোষের। যদিও রবি ঘোষের এইভাবে মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া। তবে যেভাবে প্রায়ই ৩৪ নম্বর জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটছে তাতে করে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পুলিশ প্রশাসনের।