ঐতিহাসিক গৌড়ের নিদর্শন সংরক্ষণ এবং জেলার আমের উন্নতির লক্ষ্যে মালদা জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড়।

0
263

নিজস্ব সংবাদদাতা, মালদা,৫ ফেব্রুয়ারি : ঐতিহাসিক গৌড়ের নিদর্শন সংরক্ষণ এবং জেলার আমের উন্নতির লক্ষ্যে মালদা জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড়।
প্রতিযোগিদের উৎসাহিত করতে রবিবার সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত গৌড়ের লুকোচুরি এলাকায় তৈরি হয় অনুষ্ঠান মঞ্চ। জেলা ও বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করে ঐতিহাসিক ম্যারাথন দৌড়ে। উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, বাংলা সিনেমা জগতের প্রখ্যাত অভিনেতা আবির চট্টোপাধ্যায়, বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্য আধিকারিক ও দৌড়বিদরা।
এদিন সকাল আটটা নাগাদ শুরু হয় ম্যারাথন দৌড়। প্রথমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২১ কিলোমিটার ম্যারাথন দৌড়ের। এরপর দুটি পর্যায়ে দশ কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা করা হয়। শেষে সর্বসাধারণের জন্য পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা করা হয়।মশাল হাতে দৌড়ান আবির চট্টোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
গৌড়ের বিভিন্ন নিদর্শনের পাশ দিয়ে হাজার হাজার যুবক-যুবতী ও বয়স্করা দৌড়ান।
ঐতিহাসিক নিদর্শন এবং জেলার আমের উন্নতির লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এই প্রথম ঐতিহাসিক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। তিনটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় অংশগ্রহণকারীদের আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে।