গ্রামের একমাত্র পরিশুদ্ধ পানীয় জলের পাম্প বিকল থাকায় তীব্র সমস্যায় সাধারণ মানুষ।

0
291

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-গ্রামের একমাত্র পরিশুদ্ধ পানীয় জলের পাম্প বিকল থাকায় তীব্র সমস্যায় সাধারণ মানুষ। ঘটনাস্থল রায়গঞ্জ ব্লকের ৮ নম্বর বাহীন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনিপাড়া এলাকা। স্থানীয় সূত্রের খবর দীর্ঘদিন থেকে এই এলাকায় পানীয় জলের স্থায়ী সমস্যা ছিল সেই সমস্যা মেটাতে পঞ্চায়েতের উদ্যোগে সেখানে সৌরশক্তি চালিত একটি বিশুদ্ধ পানীয় জলের পাম পাম্প বসানো হয়। প্রথমদিকে সুষ্ঠুভাবে সেখান থেকে পানীয় জল মিললেও কয়েকদিন থেকে বিকল হয়ে পড়ে পাম ফলে চরম সমস্যা এলাকার মানুষরা। তারা জানিয়েছেন এর আগেও কয়েকবার এই সমস্যা হয়েছিল। তারপর সারা এর পর সেই পরিষেবার স্বাভাবিক হয়। কিছুদিন যেতে না যেতে আবারও একই সমস্যা। বর্তমানে একেবারেই সামান্য পরিমাণে জল বেরোচ্ছে। যা প্রয়োজনের তুলনায় বেশ কম। এদিকে এলাকার প্রায় ১০০ টি পরিবার এই প্রকল্পের উপরে নির্ভরশীল । এখন বাধ্য হয়েই তাদের টিউবলের জল পান করতে হচ্ছে। ফলে পেটের অসুখ দেখা দিয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। অবিলম্বে পাম দাবি জানিয়েছেন সকলেই।এখন কত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয় সেটাই দেখার