গ্ৰামের রাস্তা বেহাল,ভোট বয়কটের পোষ্টার সাঁটিয়ে বিক্ষোভ।

0
121

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বেহাল গ্রামের রাস্তা, রাস্তা থাকা না থাকা সমান। এমনই অভিযোগ ওই এলাকার ভোট বয় কটের
পোস্টার সাটিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
বিভিন্ন সময় প্রশাসনিক স্তরে জানিয়েও কোন সূরা হয়নি ইন্দপুর ব্লকের বজোরাজপুর পঞ্চায়েতের রামচন্দ্রপুর থেকে ডাঙ্গারামপুর পর্যন্ত প্রায় তিন থেকে চার কিলোমিটার রাস্তা খারাপ রয়েছে এই বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দার দাবি দীর্ঘদিন ধরে প্রশাসনিক স্তরে ও পঞ্চায়েত স্তরে জানিয়ে কোন সুরাহা মেলেনি নিত্যদিন এই পথে প্রায়শয় ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে এই রাস্তা দিয়ে যেতে হয় স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া সকলকে বাস ধরতে ডাঙ্গারামপুর এলাকাতে তাই রাতবিরেতেও কাজ ছেড়ে মানুষকে বাড়ি ফিরতে হলেও পরে বিভিন্ন সমস্যায় এবং বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলার অযোগ্য হয়ে গেলেও বাধ্য হয়ে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় তাই তারা আজ বাধ্য হয়ে রাস্তার দাবীতে গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় অবিলম্বে তাদের এই রাস্তা তৈরি করতে হবে। আর কতদিন তারা অবহেলিত হয়ে রইবে যেখানে বারংবার রাজ্য সরকার উন্নয়নের কথা বললেও যে রাস্তার অবস্থা দেখলেই বুঝতে পারা যায় গ্রামেগঞ্জে কতটা উন্নয়ন ঘটেছে
তাই ভোটের সময় শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভোট ফুরিয়ে গেলে মানুষজন যে ইতিহাস ছিল সেই তিমির এই আছে এখনো সামনে পঞ্চায়েত নির্বাচন তার আগে কি এই রাস্তার কাজ হবে সেটাই এখন বড় প্রশ্ন