প্রায় শতাধিক গোপাল ঠাকুরের পিকনিক জলপাইগুড়ি তে।

0
340

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-সবাই শুনেছেন ,দেখেছেন এবং নিজেরাও করেছেন পিকনিক। যদিও তা মানুষ দের পিকনিক। সেই পিকনিকে বড় ছোট সকলেই থাকে। কিন্তু এমন পিকনিকের কথা কেউ শুনেছেন শিশু ভগবান বা দেবতা গোপালের পিকনিক।আজ সেই পিকনিক হয়েগেলে জলপাইগুড়ি পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়াতে কাউন্সিলর সন্দিপঘোষের বাড়িতে। তিনি জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গোপাল ঠাকুর কে যারা মানে এবং যাদেরবাড়িতে রয়েছে তাদের আমন্ত্রণ করে ছিলেন। জলপাইগুড়ি শহরের এমন পঞ্চাশ থেকে ষাট টি গোপাল ঠাকুর কে তার বাড়িতে আনা হয়েছিল।আজ সকাল থেকেই পিকনিকে যেমন সকালের খাবা, তারপর দুপুরের খাবা হয় ,থিক তেমনি গোপালের ও আগে তাকে পুজো দিয়ে সকালে লুচি পায়েস দিয়ে সকালের খাবা সারা হয়। তারপর দুপুরে খিচুড়ি থেকে রকমারি খাবার বানিয়ে দেবা হয় গোপাল ঠাকুর কে।এই ধরনের অভিনবউদ্যোগ মূলত কাউন্সিলর সন্দীপ ঘোষের বাবা বাবু ঘোষনিয়েছিলেন।তার চেষ্টা তে এই অভিনব গোপাল ঠাকুরের পিকনিক বলে সে জানিয়েছেন। অন্য একজন বলেন এই ধরনের চিন্তা এইবার প্রথম দেখলাম।