বীর চিলারায়ের ৫১৩ তম জন্ম জয়ন্তী উদযাপন করল কোচবিহার রয়েল ফ্যামিলি সাকসেস ওয়েলফেয়ার ট্রাস্ট।

0
282

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: বীর চিলারায়ের ৫১৩ তম জন্ম জয়ন্তী উদযাপন করল কোচবিহার রয়েল ফ্যামিলি সাকসেস ওয়েলফেয়ার ট্রাস্ট। এদিন কোচবিহার সাগরদিঘি পৌরসভার পাশে অবস্থিত চিলারায়ের মূর্তির সামনে তার জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। চিলারায়ের মূর্তিতে মাল্য দানের পাশাপাশি ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা।

এদিন সেখানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মালতি রাভা রায়, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ রয়েল ফ্যামিলির সদস্যরা। চিলারায়ের জন্ম জয়ন্তী পালনের মধ্য দিয়ে কোচবিহার রয়েল ফ্যামিলি সাকসেস ওয়েলফেয়ার টেস্ট এর পক্ষ থেকে এই দিনকে ছুটি ঘোষণা পাশাপাশি পাঠ্য পুস্তকের চিলারায়ের বিষয় তুলে ধরার আবেদন জানানো হয়।