মুখ্যমন্ত্রীর জেলা সফরের কিছু দিনের মধ্যেই ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠী কোন্দল।

0
268

নিজস্ব সংবাদদাতা, মালদা, ০৫ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রীর জেলা সফরের কিছু দিনের মধ্যেই ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠী কোন্দল। মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ছাপ্পা ভোট, বোমাবাজি, সন্ত্রাসের অভিযোগ। ভোট দিতে গিয়ে ভোট দিতে পারলেন না এক অভিভাবক। তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাস এবং ছাপার অভিযোগ আরেক গোষ্ঠীর। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রয়েছে টানটান উত্তেজনা। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মালদা জেলার রতুয়া ১ নম্বর ব্লকের অন্তর্গত চাঁদমনি গ্রাম পঞ্চায়েতের বাটনা হাই মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলেরই এক গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর সংঘর্ষ। বিধায়ক সমর মুখার্জির অনুগামীদের বিরুদ্ধে ছাপ্পা ভোট এবং সন্ত্রাসের অভিযোগ তুললেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মোহাম্মদ এসামউদ্দিন। বোমাবাজি, মারধর। ভেঙে দেওয়া হলো নির্বাচনের ক্যাম্প অফিস। খালেদ নামে এক অভিভাবক জানান তিনি ভোট দিতে গিয়ে শুনছেন তার ভোট হয়ে গেছে। যদিও রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি অজয় কুমার সিনহা সন্ত্রাস এবং ছাপ্পার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার পাল্টা দাবি এসামুদ্দিন এখন কোন পদে নেই। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সমগ্র ঘটনায় ব্যাপক অস্বস্তিতে তৃণমূল।