উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- শারীরিক প্রতিবন্ধী মেলেনা সরকারি সুযোগ-সুবিধা। কিন্তু পরিবারের ভরণপোষণের জন্য দরকার আর্থিক সংস্থান। কিন্তু অন্যের বদান্যতায় নয়। সম্মানের সাথে বাঁচতে চেয়ে এবার শাসকদলের নেতার দ্বারস্থ হলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার গোয়াবাড়ি ধর্মগোচ গ্রামের বাসিন্দা নাজির আলম। আজন্ময় বিশেষ চাহিদা সম্পন্ন নাজির স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারে না। কিন্তু পরিবারে রয়েছে বাবা মা স্ত্রী এবং দুই ছেলে। জমিজমা থাকলেও তার আয় যথেষ্ট নয়। কিন্তু কারো করুণা বা দয়া-দাক্ষীর্ণ নয় নিজে পরিশ্রম করে টোটো চালিয়ে পরিবারকে লালন-পালন করতে চায় নাজির। তবে টোটোর জন্য প্রশাসন কিংবা জনপ্রতিনিধি র কাছে বারবার দরবার করলেও মেলেনি প্রয়োজনীয় সহায়তা। আজ চোপড়া থেকে ইসলামপুরে এসে তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের কাছে টোটোর জন্য সহায়তা প্রার্থনা করেছে সে। জাকির সাহেবের কাছে টোটোর প্রতিশ্রুতি পেয়ে খুশি নাজির।