নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতের ফোয়ার মোড়ে জলঙ্গি নদী বাঁচাও কমিটির পক্ষ্য থেকে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল কৃষ্ণনগর নদী বাঁচাও প্রেমী মানুষজন। এদিন বিদেশ থেকে আসা এক নদী প্রেমী সন্দীপ রায় জানান মরা নদীকে বাচিয়ে তোলার জন্য পরিবেশের অনেকটা ক্ষতি হচ্ছে, বিদেশে এমন কাজ হয় না। পাশাপাশি বিদেশে গাছ কাটতে গিয়ে অনুমতি নিতে হয়। তাই এই মহৎ কাজে এই নদী বাচাতে সকলের সঙ্গে আমিও আছি। এদিন কৃষ্ণনগর শহরের প্রানকেন্দ্র জর্জ কোর্ট সংলগ্ন ফোয়ারা মোড়ে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল নদী বাঁচাও কমিটির সদস্যরা।
এবিষয়ে নদী বাঁচাও কমিটির এক সদস্য তাপস রায় জানান, সম্প্রতি হিমলয় পবর্তের গায়ে প্রচুর মানুষজনের ঘর উচ্ছেদ করা হয়েছে অবিলম্বে কেন্দ্রের সরকার তাদের অনত্র পুনর্বাসন করে দিক। এছাড়া এন টি পি সি থেকে যে জলবিদ্যুৎ উৎপন্ন হয় তা আমাদের সমাজ তথা হিমলয়ের জন্য হচ্ছে অবিলম্বে তা বন্ধ করা।
এই দিন জলঙ্গি নদী সমাজের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিল কলকাতা থেকে নদী বাঁচাও জীবন বাঁচাও, ব্যারাকপুর থেকে পরিবেশবান্ধব মঞ্চ, কৃষ্ণনগরের এ পি ডি আর শাখা প্রত্যেক পরিবেশ সংগঠনের সদস্যরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ, বিক্ষোভে অংশগ্রহণ অসংখ্য...