নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ গত কয়েকদিন আগেই ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মণ্ডল বলেন ছাতনায় বিজেপির বিধায়ককে দেখা যায়না এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী বিভিন্ন প্রকল্পে বিধায়কের সই করাতে পারছেন না এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের বাধ্য হয়ে তাদের দৌড়াতে হচ্ছে বাঁকুড়ায়। এবার এরই পাল্টা জবাবে বিতর্কিত মন্তব্য ছাতনার বিজেপি বিধায়কের।
ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ন মুখার্জী বলেন বিজেপি ক্ষমতায় এলে তিনি ছাতনার এই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির নামে সিবিআই তদন্ত করাবেন। আর এতেই রাজনৈতিক মহলে উঠেছে বিতর্ক। তাহলে বিজেপির বিধায়ক ঘুরপথে স্বীকার করছেন রাজ্য সিবিআই এর নেপথ্যে আছে কেন্দ্রে থাকা ভারতীয় জনতা পার্টি।
পাশাপাশি এই বিষয়ে পাল্টা মন্তব্য তৃণমূলের ব্লক সভাপতির, তিনি বলেন CBI ও ED ভয় দেখিয়ে লাভ হবে না তৃণমূল কংগ্রেস এতে ভয় পায়না। এটা বিজেপির কালচার।