ফুলিয়ার ভাগীরথী সংলগ্ন এলাকা ঘুরে দেখে গেলেন তাহেরপুর পুরসভা বীরনগর পুরসভার আধিকারিকরা।

0
158

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বীরনগর এবং তাহেরপুর শহরের বাসিন্দাদের পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য তৈরি হবে জল প্রকল্প আর সেই জল প্রকল্পের জন্য প্রয়োজনীয় জলের অভাব ছিল দুই শহরের কাছাকাছি কোন নদী নেই সে কারণে থমকে ছিল কাজ পরে দুই কর্তৃপক্ষ পরিকল্পনা করেন সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কুলিয়া এলাকায় ভাগীরথী থেকে জল নিয়ে এসে দুই শহরের জন্য জল প্রকল্প তৈরীর সেই মতো সংশ্লিষ্ট দপ্তরের প্রস্তাবও দেওয়া হয় সোমবার ফুলিয়ার ভাগীরথী সংলগ্ন এলাকা ঘুরে দেখে গেলেন পুর দপ্তর তাহেরপুর পুরসভা বীরনগর পুরসভার আধিকারিকরা