পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বস্তিতে আগুন বিধ্বংসী আগুনে ভস্মিভূত ৪ টি বাড়ি,আংশিক ক্ষতি বেশ কয়েকটি ।আগুনে পুড়লো প্রয়োজনীয় নথি থেকে শুরু করে, সমস্ত কিছুই। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল এসে আগুন যাতে ছড়িয়ে না পড়ে অন্য বাড়িতে তা নিয়ন্ত্রণে আনে। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ক্ষীরপাই হালদার দিঘি কেঠিয়া পুল সংলগ্ন এলাকায়। হালদার দিঘি বস্তিতে, বেশ কিছুদিন ধরে ১৫ টির মতো পরিবার বসবাস করছিল। হঠাৎ করে সোমবার রাত্রি তিনটে নাগাদ সেই বস্তিতেই কেউ বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে, পাশাপাশি পানীয় জলের কোন ব্যবস্থা না থাকায় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে চেষ্টা করে। খবর দেওয়া হয় ঘাটালের দমকলে, খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভালেও ৪টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। ক্ষীরপাই *স্থানীয় কাউন্সিলর পাপিয়া রায় জানান ক্ষতিগ্রস্ত পরিবার গুলিতে একটি চার দিনের বাচ্চা আছে। আমরা দ্রুত পরিবারগুলির এবং বাচ্চাটির প্রতি বিশেষ নজর দিয়েছি। ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রধান দুর্গাশংকর পান বলেন পৌরপ্রশাসন আগুনে ভষ্মীভূত পরিবার গুলির পাশে থাকবে এবং সব রকম সহযোগিতা আশ্বাস দিয়েছেন।।
Home রাজ্য দক্ষিণ বাংলা বস্তিতে বিধ্বংসী আগুনে ভস্মিভূত হল চারটি বাড়ি, চাঞ্চল্য ক্ষীরপাইয়ের কেঠিয়া পুল সংলগ্ন...