স্কুল পরিদর্শনে এসে পানীয় জলের সমস্যা শুনলেন ‘দিদির দূত’।

0
225

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হয়ে এলাকায় জনসংযোগ করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। মন্দির, মসজিদ, স্কুল, স্বাস্থ্য কেন্দ্র, পঞ্চায়েত অফিস পরিদর্শন করছেন। এমনকী মানুষের সাথে কথা বলে জনসংযোগ স্থাপন করছেন। তাই আজ দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হয়ে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চলের জালালপুর গ্রামে আসেন বর্ধমান জেলার সহ সভাধিপতি তথা রাজ্য তৃণমূল নেতা দেবু টুডু। তিনি এদিন জালালপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে প্রথমে তিনি মিড ডে মিলের রান্না ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখেন। তারপর পড়ুয়াদের সাথে কথা বলেন এবং কয়েকজন পড়ুয়াকে কোলে তুলে নিয়ে পাঠদান করান। কিন্তু ঐ বিদ্যালয়ে সবথেকে বড় সমস্যা পানীয় জল এবং শ্রেণিকক্ষের। সেখানের পানীয় জলে অতিরিক্ত আয়রন থাকার জন্য ছাত্রছাত্রীদের বাইরে থেকে বা বাড়ি থেকে জল আনতে হয়। তাই দিদির দূত দেবু টুডুকে সামনে পেয়ে পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপিন বিহারী দে। তিনি আরও জানান, এখানে আমাদের ১৪৩ জন পড়ুয়া এবং ৫ জন শিক্ষক রয়েছেন। আমাদের বিদ্যালয়ে ছয়টি শ্রেণী রয়েছে কিন্তু শ্রেণীকক্ষ চারটি রয়েছে। আমাদের দুটো শ্রেণীর ছাত্রছাত্রীদের একসাথে বসাতে হয়। তাই শ্রেণীকক্ষের জন্য আবেদন করলাম।