দুয়ারে রেশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ।

0
189


নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির ইস্যুতে সরব হতে দেখা গেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধিদের। এবার ‘দুয়ারে রেশন’ দুর্নীতির অভিযোগ তুলে চাঞ্চল্য ছাড়ালো বাঁকুড়া জেলার মেজিয়ায় । বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের অন্তর্গত রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ তাদের গ্রামের রেশন ডিলার দীর্ঘদিন ধরে অর্ন্তদ্বয় প্রকল্পের আওতায় থাকা কার্ডের রেশন উপভোক্তাদের দিচ্ছে না।গ্রামবাসীদের অভিযোগ তারা যখন তাদের কার্ডের ব্যাপারে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে জিজ্ঞেস করতে যায় তখন সংশ্লিষ্ট অফিস থেকে বলা হয় তাদের কার্ড রেশন ডিলারের হাতে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। কার্ড হয়ে যাবার পরেও দীর্ঘদিন ধরে ন্যায্য মাল উপভোক্তাদের দেওয়া হচ্ছে না,সব রেশন নাকি ডিলার আত্মসাৎ করে মোটা অংকের টাকার বিনিময়ে বাইরে বিক্রি করেছে। এই অভিযোগ তুলে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভে ফেটে পড়ে পুরো গ্রামবাসীরা, তারা রীতিমতো রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখায়।তাদের দাবি যতক্ষণ না নির্দিষ্ট অংকের রেশন তাদের হাতে তুলে দিচ্ছে তারা রেশন ডিলারকে ছাড়বে না।গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বন্ধ রয়েছে রেশন বন্টন। বিক্ষোভের আঁচ বাড়তে থাকায় ঘটনাস্থলে পৌঁছায় মেজিয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় রেশন ডিলার।