বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- বকেয়া পাওনা, বেতন বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীর স্বীকৃতির দাবি সহ ১১ দফা দাবি নিয়ে আন্দোলনে নামলো পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। সারা রাজ্যের সাথে সাথে বালুরঘাট শহরেও বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি। মঙ্গলবার বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করেন। প্রায় আধঘন্টা পথ অবরোধ করার পর আশাকর্মীরা ১১ দফা দাবি নিয়ে সিএমওএইচ অফিসে বিক্ষোভ ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে ডেপুটেশন দেন। আশা কর্মী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির জেলা সম্পাদিকা নমিতা মহন্ত বলেন, কেন্দ্রীয় সরকারের বাজেটেও তাঁদের কোনও কথা উল্লেখ করা হয়নি। সামনেই রাজ্য বাজেট। রাজ্য বাজেটে যাতে আমাদের দাবিগুলো নিয়ে পদক্ষেপ নেওয়া হয় সেকারনে আমাদের এই আন্দোলন। বকেয়া ইনসেন্টিভ, বেতন বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মী হিসেবে আশাকর্মীদের স্বীকৃতির দাবিতেই সারা রাজ্যজুড়ে এই আন্দোলন চলছে।
Home রাজ্য উত্তর বাংলা বকেয়া পাওনা, বেতন বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীর স্বীকৃতির দাবি সহ ১১ দফা দাবি...