বালুরঘাট জেলা গার্লস হাইস্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে শুরু হলো পাঁচ দিনের স্পেশাল ক্যাম্প ও সচেতনতা শিবির ।

0
187

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট জেলা গার্লস হাইস্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে শুরু হলো পাঁচ দিনের স্পেশাল ক্যাম্প ও সচেতনতা শিবির ।
বালুরঘাট: আজ বালুরঘাট জেলা গার্লস হাইস্কুলের ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস)ইউনিটের উদ্যোগে শুরু হলো পাঁচ দিনের স্পেশাল ক্যাম্প ও সচেতনতা শিবির। আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক মাননীয়া সঙ্গীতা চ্যাটার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আইসি মাননীয় শান্তিনাথ পাঁজা মহাশয়, দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সুরজ দাস, জেলা শিশু সুরক্ষা ইউনিটের পক্ষ থেকে মাননীয় সুবোধ দাস, রাকেশ ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা সুরক্ষা আধিকারিক তরুণ সামন্ত, বিশিষ্ট কবি ও সমাজসেবী বঙ্গরত্ন বিশ্বনাথ লাহা, বিশিষ্ট কবি ও শিক্ষক বিপ্লব রায়, দক্ষিণ দিনাজপুর মহিলা পতঞ্জলি যোগ সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেলা মাহাতো, সান্তনা সরকার নন্দী, বিকাশ মাহাতো, শিখা ঘোষ, বিশিষ্ট শিক্ষক সুধীর চক্রবর্তী সহ আরো অনেকে। বিদ্যালয়ে ছাত্রীদের পরিবেশিত সংগীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আজকের এই অনুষ্ঠানে বিদ্যালয়ে ছাত্রীরা একটি কাব্যনাট্য মঞ্চস্থ করেন। পাশাপাশি আজকের এই শিবিরে শিশু সুরক্ষা বিষয়ক সচেততনা শিবিরে বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথিবৃন্দরা। আজকের এই অনুষ্ঠানে বালুরঘাট এলাকার প্রায় ৪০ জন দু:স্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় । বালুরঘাট জেলা গার্লস হাইস্কুলের এনএসএস ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা সুচিত্রা মন্ডল মহাশয়া অত্যন্ত দক্ষতার সঙ্গে এই এনএসএস ইউনিটের পরিচালনা করে আসছেন বিগত বেশ কয়েক বছর ধরে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহুয়া চৌধুরী মহাশয়ার স্বাগত ভাষণের মধ্য দিয়ে আজকের শিবির অনুষ্ঠিত হয়। সবশেষে ছাত্রীদের সমাপ্তি সংগীতের পরিবেশন এর মধ্য দিয়ে আজকে প্রথম দিনে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করেন।