মদ বন্ধের দাবিতে অবস্থান বিক্ষোভ কোচবিহারে।

0
242

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: দেশ জুড়ে মদ বন্ধের প্রতিবাদের আগামী ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে অবস্থান বিক্ষোভ। সেই বিক্ষোভে সামিল হতে সারা রাজ্যের সাথে কোচবিহার জেলায় অবস্থান বিক্ষোভ করলো অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। এদিন তারা কোচবিহার শহর লাগোয়া ঘাস বাজারের মাঠে অবস্থান বিক্ষোভে বসেন। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা মহিলা সাংস্কৃতিক সংগঠনের সম্পাদিকা সুস্মিতা বর্মন, নমিতা বর্মন, ফিরোজ আহমেদ সহ আরও অনেকে।

জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি সারা দেশ ব্যাপী মদ বন্ধের দাবিতে দিল্লিতে অবস্থান বিক্ষোভ ও মিছিল হবে। সেই অবস্থানে বিক্ষোভকে সাফল্য করতে সারা রাজ্যের সাথে কোচবিহার জেলাতে আমরা অবস্থান বিক্ষোভ করছি। এই অবস্থান বিক্ষোভ ৩ ঘণ্টা চলবে। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা সংগঠনকে আরো শক্তিশালী করে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদিকা সুস্মিতা বর্মন।