মুকুটমণিপুর জলাধারে মকড্রিল কর্মসূচি।

0
183


আবদুল হাই ,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলা বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের উদ্যোগে খাতড়া মহকুমা প্রশাসন ও এনডিআরএফ এর সহযোগিতায় মকড্রিল অনুষ্ঠিত হল মুকুটমণিপুরে।আজ মঙ্গলবার মুকুটমণিপুর জলাধারে এই কর্মসূচির আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা বিপর্যয় ব্যবস্থাপন আধিকারিক প্রসেনজিৎ সেনগুপ্ত, তাপস রায়,এনডিআরএফ সেকেন্ড বেটেলিয়ান কলকাতার অ্যাসিস্ট্যান্ট কমান্ডোন্ট অভিষেক গৌরব, সেচ দপ্তরের আধিকারিক গৌরব ভৌমিক, পুলিশ ও মেডিকেল দপ্তরের প্রতিনিধিরা ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সহ খাতড়া মহকুমার বিভিন্ন ব্লকের ব্লক বিপর্যয় ব্যবস্থাপন আধিকারগণ উপস্থিত ছিলেন। বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর সূত্রে জানা যায়, এদিন প্রাকৃতিক দুর্যোগ বা বন্যায় কবলীত মানুষদের কিভাবে উদ্ধার করা যাবে ও মোকাবিলায় নিরন্তর প্রয়াস চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দিক তুলে ধরা হয় । পাশাপাশি বন্যায় কিভাবে দুর্গত মানুষদের কিভাবে উদ্ধার কাজ চালানো হয় সেই বিষয়ে একটি মকড্রিল এক্সারসাইজের কর্মসূচি আয়োজন করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এনডিআরএফের বিভিন্ন আধিকারিক এবং কর্মীরা ও সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার ও আপদ মিত্রের কর্মীরা।একটি সামগ্রিক, একাধিক দুর্যোগ মোকাবিলা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনাকে শক্তিশালী করার মাধ্যমে দুর্যোগ মোকাবিলা, প্রশমন ও আগাম প্রস্তুতি গড়ে তুলে দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যায় তার আগাম প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে ।