পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত ৩ রা ফেব্রুয়ারি থেকে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে হলদিয়ার রাণীচকে সতীশচন্দ্র সামন্ত ট্রেড সেন্টারের প্রগতি ময়দানে “হলদিয়া মেলা-২০২৩” শুরু হয়েছে। এই মেলা চলবে, আগামী ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্ত তার মাঝেই মেলা বয়কটের ডাক দিচ্ছে মেলায় স্টলের বিক্রেতা থেকে হকাররা। মঙ্গলবার দুপুরে এমনই ছবি ধরা পড়লো মেলাতে প্রাগণে। বিক্ষোভকারিদের দাবি, মেলা প্রতিদিন রাত্রি সাড়ে ৯ থেকে ১০টার মধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই সাথে ভালো নামকরা শিল্পী না থাকায় মেলায় সেই রকম ভিড় জমছে না । যারা আসছে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়ায় মেলার দোকানে বিক্রি হচ্ছে না। মেলায় আগত স্টলের কর্মীদের খাওয়ানোর পয়সা উঠছে না। ফলে এই দিন তারা বিক্ষোভ দেখাতে থাকে মেলা প্রাঙ্গনে। তাদের দাবি, মেলায় রাত্রিকালীন অনুষ্ঠানের সময়সীমা বাড়াতে হবে এবং নামীদামি শিল্পী দিয়ে রাতে অনুষ্ঠান করতে হবে। শুধু স্থানীয় ও কলকাতার শিল্পী দিয়ে অনুষ্ঠান করলে হবে না। হলদিয়াতে পর্যাপ্ত মাইক প্রচার করতে হবে। তাদের হুঁশিয়ারি, মেলা কর্তৃপক্ষ যদি কোনো ব্যবস্থা গ্রহন না করে, মেলায় আগত স্টলমালিকরা স্টল বন্ধ রেখে মেলা বয়কট করার সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে মেলা কর্তৃপক্ষ কিছু মন্তব্য করতে চায়নি। তাঁরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনা ইতিমধ্যেই প্রথম পর্যায়ের বৈঠক শুরু করে দিয়েছে মেলা কর্তৃপক্ষ অন্যদিকে পরিস্থিতির নিয়ন্ত্রণ জানাতে মোতায়েন করা হয়েছে হলদিয়া থানার পুলিশ।