কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- শহরাঞ্চলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের মাথার উপর ছাদ তৈরি করে দেওয়ার লক্ষ্য নিয়ে চালু হয়েছিল ‘বাংলার বাড়ি’ প্রকল্প। সেই বাংলার বাড়ি প্রকল্পে ৪৩৮ জন বেনিফিশিয়ারি হাতে আগামী ৯ ফেব্রুয়ারি টাকা তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন কোচবিহার পৌরসভা।
এদিন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিকদের জানান, বাংলার বাড়ি প্রকল্পে মোট ৪৩৮ জন বেনিফিসারির হাতে টাকা তুলে দেওয়া হবে। যার পরিমাণ ২ কোটি ৬৮ লক্ষ ৮ হাজার টাকা। ওই টাকা আগামী ৯ তারিখ পৌরসভার অফিসের সামনে একটি অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে।
পাশাপাশি যে সমস্ত মা বোনেরা স্বামীহারা বা বিধবা রয়েছে। তারা যদি বিপিএলের অন্তর্ভুক্ত হয়। তাহলে তারা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিসারী স্কিমের আওতায় আসবে। কোচবিহার পৌরসভার এমন ৫৯ জন বিধবা মহিলাকে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে। যার পরিমাণ হবে ২৩ লক্ষ ৬০ হাজার টাকা।