নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- হাঁসখালিতে প্রতিবেশীকে খুন করার ঘটনায় মূল অভিযুক্ত প্রশান্ত বিশ্বাসকে গ্রেফতার করলো পুলিশ। বুধবার রানাঘাট বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ দিন তাকে আদালতে তোলা হয়। বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
সোমবার রাতে হাঁসখালি থানার বেনালি এলাকার বাসিন্দা পেশায় নির্মাণ শ্রমিক শিপুল মণ্ডল খুন হন। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। মৃত ব্যক্তির স্ত্রী মিনতি মণ্ডল স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে, তিনিও জখম হন। তারপরই অভিযুক্ত প্রশান্ত এলাকা ছাড়া হয়। গোপন সূত্রে খবর পেয়ে এদিন তাকে রানাঘাট থেকে গ্রেফতার করা হয়েছে।