হাতে গোলাপ, মনে বসন্তের ছোঁয়া.. এই নিয়েই শুরু হয়ে গিয়েছে এবছরের প্রেমপর্ব।

0
376

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস। হাতে গোলাপ, মনে বসন্তের ছোঁয়া.. এই নিয়েই শুরু হয়ে গিয়েছে এবছরের প্রেমপর্ব।ভালোবাসার মাসের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক অঙ্গনে চলে যায় একটা সপ্তাহ, যাকে আমরা বলি ‘ভ্যালেন্টাইন্স উইক’। আজ ৭ই ফেব্রুয়ারি, সোমবার রোজ ডে দিয়ে সপ্তাহ শুরু। এরপর রয়েছে প্রোপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, হাগ ডে, কিস ডে এবং সর্বশেষ হল বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইনস ডে। টানা এক সপ্তাহ চলবে ভালোবাসা উদযাপনের পর্ব।

ফুলের বাগান হোক কিংবা দোকান… সামনে দিয়ে একবার হেঁটে গেলে আমাদের সবারই ইচ্ছে করে একটি লাল গোলাপ ভালবাসার মানুষটিকে উপহার দিতে। ভালবাসার প্রতীকই যে লাল গোলাপ..! প্রিয় জনের হাতে গোলাপ তুলে দেওয়ার দিনটি আজই। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদাই আজ সবচেয়ে বেশি। দিনগুলি উদযাপন করতে এবার বেশ কিছু বছর হল ইয়ং ব্রিগেড অর্থাৎ যুবক সম্প্রদায়ের তরুণ-তরুণীরা বেশ মাঠে নেমে পড়েছে। এদিন জলপাইগুড়ির বাজারে একটু উঁকি দিতেই দেখা যাচ্ছে জলপাইগুড়ির বাজারে রংবেরঙের গোলাপ ফুলে ছেয়ে গেছে। তবে লাল টুকটুকে গোলাপের চাহিদাই বেশি। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। আর এই দিনটির কথা মাথায় রেখে জলপাইগুড়ির ফুল ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের রংবেরঙের গোলাপ ফুলের পসরা নিয়ে হাজির জলপাইগুড়ি শহরের বাজারে। শহরের কদমতলা, ডিবিসি রোড এখন যেন শুধুই গোলাপের বাগান। বহু ক্রেতা বিশেষ করে একটু কম বয়সী ছেলেমেয়েদের এই গোলাপের দোকানে ভিড় জমাতে দেখা গেল এদিন। মূলত কলকাতা এবং রাজস্থানের রংবেরঙের বিভিন্ন গোলাপ ফুলে জলপাইগুড়ি বাজার ছেয়ে গিয়েছে। এরইমধ্যে লালগোলাপ জায়গা করে নিয়েছে ফুলপ্রেমী মানুষদের মনে। প্রায় ৬-৭ রঙের গোলাপ ফুল ইতিমধ্যেই জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গেছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর গোলাপের দাম একটু বেশি বলেই ক্রেতারা জানান। প্রতিটি গোলাপ ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গত দুবছর করোনা অতিমারির জন্য ভালোবাসার এই সপ্তাহ উদযাপন করা সম্ভব হয় নি। তাই এই বছর দাম খানিকটা বেশি হলেও ভালোবাসার মানুষটিকে ভালোবাসা উজাড় করে দিতে কোনও খামতি রাখছেন না জলপাইগুড়ির ইয়ং ব্রিগেড।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুন বলেন, “আজ ভালোবাসার সপ্তাহের প্রথম দিন রোজ ডে। মনের মানুষটিকে গোলাপ উপহার দেওয়ার দিন। তাই দাম একটু বেশি হলেও ওই দামেই কিনে নিয়ে যাচ্ছি। হাজার হোক ভালোবাসার কাছে দাম অতি তুচ্ছ।” অন্যদিকে এক বিক্রেতা বলেন, দু বছর পর বেশ ভালো বিক্রি হচ্ছে গোলাপ ফুল। সারা বছর আমরা একটু লাভের আশায় এই দিন গুলোর জন্যই অপেক্ষা করে থাকি। ভিড় উপচে পড়ছে লাল গোলাপ কেনার জন্য। লাভ তো হচ্ছেই তবে খুব ভালোও লাগছে মানুষের ভালোবাসার প্রতি এমন শ্রদ্ধা দেখে।”