পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার আলমপুর ফিশারিতে অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না তাদের বকেয়া বেতন। তাদের দাবি তারা দীর্ঘদিন ধরে কাজ করলেও হঠাৎ করে তারা বর্তমানে বেতন পাচ্ছেন না, এই বিষয় নিয়ে স্থানীয় প্রশাসন সহ বিডিওকে মেলেনি কোন সুরাহা, তাই এই পথ বেছে নিয়েছে কর্মীরা, তাদের বক্তব্য বকেয়া বেতন এবং স্থায়ীকরণ করতে হবে তাদের, যদিও এই বিষয় নিয়ে ফোনে মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরীকে যোগাযোগ করা হলে তিনি জানান বহুদিন থেকেই বেতন পাননি, তবে কি কারণে পাননি তারা নিজেরাও জানেন, আমি ব্যাপারটা দেখছি আগামী দিনে তাদের বকেয়া বেতন মিটিয়ে দেয়া হবে এইরকম আশ্বাস দিলেন মন্ত্রী।