কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ পথ দুর্ঘটনা গুরুতর আহত এক শিশু সহ তিন জন। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাধের পার সংলগ্ন এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ওই ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল রাতে তিনটা নাগাদ একটি ছোট গাড়ি কোচবিহার শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাধের পারের রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় দ্রুত গতিতে একটি কুকুরকে ধাক্কা মারে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধের নীচে বাড়িতে ছোট গাড়িটি উল্টে যায়। ওই ঘটনায় আহত হয় গাড়ির চালাক সহ তিনজন। তড়িঘড়ি ওই এলাকার মানুষ এক বৃদ্ধা ও গাড়ির ড্রাইভার ও একটি শিশু ছিলেন। তাদের উদ্ধার করে নিয়ে যান কোচবিহার একটি বেসরকারি নার্সিংহোমে। ওই বৃদ্ধ মহিলার কোমর ভেঙে যায় বলে এলাকা বাসিন্দা সূত্রে জানা গিয়েছে।
এদিন এবিষয়ে ওই বাড়ির মালিক অনিতা চোহান জানান, এর মধ্যেই বিয়ে রয়েছে বাড়িতে, তারই সরঞ্জাম কিনে রাখা হয়েছিল সেইসব নষ্ট হয়ে গেছে এখন আমরা কোথা থেকে কি করব তা নিয়ে চিন্তিত হইয়াছে তার পাশাপাশি তার বাচ্চারও পায়ে গুরুতর আঘাত লেগেছে। তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে চেয়েছে ওই ব্যক্তি।