জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ওয়ার্ডের বাসিন্দা দের বিনামূল্যে পরিসেবা দেবার কাজে হাত বাড়ালো ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপঘোষ। বুধবার রাতে দেশবন্ধু বিদ্যালয়ের সামনে কাউন্সিলর দপ্তরে সপ্তাহে সাতদিন এই পরিসেবা দেবার ঘোষণা করেন। বুধবার রাতে তার সূচনা হয়।এখন থেকে ওয়ার্ডের বাসিন্দারা রোজ এখানে বিনামূল্যে চিকিৎসা ওঔষধ পাবে।বড় থেকে ছোট সকলেই এই ধরনের হোমিওপ্যাথি চিকিৎসার সুযোগ পাবার কথা কাউন্সিলর সন্দীপঘোষ জানিয়েছেন।এইদিন রাতে বেশ কয়েক জন মানুষ এই চিকিৎসার সুযোগ নেয়। আগামী তে হোমিওপ্যাথি চিকিৎসা ছাড়াও ফিজিশিয়ান বসানোর কথা ঘোষণা করেছিলেন কাউন্সিলর।