পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কয়েক বছর আগে গ্রামে তৈরি হয়েছিল গ্রামীণ সড়ক যোজনার পাকা রাস্তা, কিন্তু ধীরে ধীরে বেহাল হয়ে যাওয়ার কারণে কার্যত পথ চলতে নানান সমস্যার সম্মুখীন হতে হতো এলাকার মানুষজনদের, এলাকার মানুষজনের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার ফলে এইরকম বেহাল হয়ে পড়েছে রাস্তা, এমনই এক ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ডুকি এলাকায়, ফের রাস্তা সারাইয়ের কাজ করতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় কন্টাকটার সহ কর্মীদের, স্থানীয় মানুষজনের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা,সিডিউল ছাড়াই করা হচ্ছে কাজ।
Home রাজ্য দক্ষিণ বাংলা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা,স্থানীয়দের বিক্ষোভ,শোরগোল ডুকিতে।