পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- জেলা জুড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ফাইলেরিয়া দূরীকরন কর্মসূচী।রাজ্যে রোগের প্রভাব তেমন না থাকলেও পুরুলিয়া জেলা জুড়ে এই রোগের পার্দুভাব যথেষ্ট। নিতুরিয়ায় রোগীর সংখ্যা বেশি। রোগ নির্মুল করতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।আজ জর্নাদন্ডি হাইস্কুলে বিডিও অজয় কুমার সামন্ত নিজে ওষুধ সেবন করে গনওষুধ সেবন কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু করেন। উপস্থিত ছিলেন বি এম ও এইচ পার্থ সারথী কয়াল,বিডিও অজয় কুমার সামন্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী সোরেন টুডু প্রমুখ। কর্মসূচি চলবে ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দিয়ে আসবেন, সেবন করার দিকেও লক্ষ্য রাখবেন।