ফাইলেরিয়া মুক্তি অভিযান কর্মসূচি সোনামুখী বি জে হাইস্কুলে।

0
208

আবদুল হাই, বাঁকুড়াঃ- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র রিপোর্ট বলছে, যে-সব রোগের বিষয়ে এ দেশে সচেতনতার অভাব সব চেয়ে বেশি, তার প্রথম সারিতেই রয়েছে ফাইলেরিয়া। অধিকাংশ ক্ষেত্রে শিশু বয়সেই এই রোগের সংক্রমণ ঘটে। কিন্তু সচেতনতার প্রচার তেমন না-থাকায় রোগটা যে গোদ, অধিকাংশ বাবা-মা তা বুঝতে পারেন না। ২০-২৫ বছর বয়সে রোগের প্রকোপ বাড়তে থাকে। তখন আর চিকিৎসার সুযোগ পাওয়া যায় না। আক্রান্তেরা কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। ফাইলেরিয়ার প্রকোপ ঠেকাতে আজ শুক্রবার বাঁকুড়া, বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা সহ অন্যান্য জেলায় শুরু হল গণ ঔষধ সেবন কর্মসূচি। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা ও সোনামুখী পৌরসভার যৌথ উদ্যোগে ফাইলেরিয়া মুক্তি অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল সোনামুখী বি জে হাইস্কুলে। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে হাইস্কুল প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রার শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন চোংরে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এদিনের অনুষ্ঠানের মুল আকর্ষণ সেলফি জোন। এছাড়াও সারাদিন ধরে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।