মিড ডে মিলের রান্নার মান খতিয়ে দেখতে হাজির বিডিও।

0
294

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- রাজ্যের একাধিক বিদ্যালয়ে মিড-ডে মিলের রান্নায় কখনও মরা সাপ, কখনও মরা টিকটিকি ! আবার কখনও পোকা। এই নিয়ে বিতর্ক কম হয়নি। মিড ডে মিল নিয়ে বহু জায়গায় বিস্তর অভিযোগ উঠেছে। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের অন্তর্গত তরুলিয়া উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার মান খতিয়ে দেখতে হঠাৎই হাজির হলেন দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক। সাথে ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, দুবরাজপুর থানার এ.এস.আই বিপ্লব সিং প্রমুখ। তরুলিয়া উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুশি দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক। পাশাপাশি রান্নার মান কেমন হচ্ছে তা খতিয়ে দেখেন। এই বিদ্যালয়ে যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রান্নার কাজ করেন তাঁদের সাথে কথা বলেন বিডিও। তাছাড়াও প্রতিদিন ছাত্রছাত্রীদের কী কী খাওয়ানো হয় সেই সব তালিকা খতিয়ে দেখেন। এ বিষয়ে বিডিও রাজা আদক জানান, এখানে মিড ডে মিলের যে পরিকাঠামো রয়েছে সেটা খুব ভালো। মিড ডে মিলের মূল লক্ষ্য, যাঁরা পড়াশুনা করতে আসে তাঁদের ভাতের টান যেন না পড়ে। খেতে পাচ্ছি না বলে পড়তে পারছি না এটা যাতে না হয়। শিক্ষাকে প্রধান্য দিয়ে স্বাস্থ্য এবং তাঁদের জীবনটা ঠিকঠাক ভাবে চলতে পারে। শিক্ষাটাকে ঠিকঠাক ভাবে দিতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত পুষ্টির জন্য প্রতি সপ্তাহে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ২০ টাকা করে দেওয়া হচ্ছে। এটা আগামী চারমাস পর্যন্ত চলবে।