শুক্রবার আলিপুরদুয়ারে জনসভা করলেন শুভেন্দু অধিকারী।

0
194

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার আলিপুরদুয়ারে জনসভা করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বেলা বারোটায় আলিপুরদুয়ার বি এম ক্লাব ময়দান থেকে এক পদযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে পদযাত্রা আলিপুরদুয়ার শহর পরিক্রামা করে পৌছয় নবীন ক্লাব ময়দানে। সেখানে এক জন সভায় বক্তব্য রাখবেন তিনি। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের তৃণমূলে যোগদানের ৩ দিনের মাথায় শুভেন্দুর এই জনসভার দিকে নজরে ছিল প্রতেকের। সভা মঞ্চ থেকে একের পর এক তীব্র ভাষায় আক্রমণ করেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করা বিধায়ক সুমন কাঞ্জিলালকে। পাশাপাশি আলিপুরদুয়ারের জেলাশাসক এবং পুলিশ সুপার কেউ তীব্র ভাষায় কটাক্ষ করেন তিনি।

১ :জেলা শাসকই আলিপুরদুয়ার জেলার আসল জেলা সভাপতি।।জেলা পূলিশ সুপারকে জেলা শাসকের পথে না চলার পরামর্শ।।। তার কাছে অনেক এভিডেন্স আছে।।।।।

২: সুমনকে কটাক্ষ, দম থাকলে বলে দেখাক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। প্রাক্তন বিজেপির জেলা সভাপতিকেও কটাক্ষ।।। এদের কে রাজনৈতিকভাবে উৎখাত করতে হবে। আলিপুরদুয়ারের মতো এলাকায় কেউ আপনাকে দেখে ভোট দেয় নি।।।। একটি বুথ সভাপতি কে দার করিয়ে দিলে অনকে বেশি ভোট পেয়ে যাবে। কোন দলে আছেন সেটাও বলতে পারবেন না।।।।

৩: রুগি কল্যান সভাপতির ললিপপ পেয়েছে সুমন। অনকে টাকা কামিয়েছে।।। এখন টোটো ছেড়ে নতুন বোলেরো কিনেছে।।।। এরা টাকা পেয়েছে কয়লা ভাইপোর থেকে।।।

৪: তৃণমূল এর নেতারা আলিপুরদুয়ারের বিজেপি নেতাদের সাথে যোগাযোগ করেছে। তারাও চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাত থেকে বেড়িয়ে মানুষের জন্য কাজ করতে।
৫: মততা ব্যানার্জি কে ভোট এ হাড়িয়েছি।।।এখন এক্টাই লক্ষ্য উনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে।

৬: ১৯১১ জন চাকরি হারাদের পরামর্শ, আপানারা চাকরি পাবেন না।।।। টাকা ফেরতের আন্দোলন করুন।।।। মিছিল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান।।।।।