২৫ বছরের তরতাজা যুবকের ঝুলন্ত মৃতদে উদ্ধার হল ধুলাগড় এলাকার বাগান থেকে।

0
266

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – ধূলাগড় ধারা পাড়া এলাকায় বাগান থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। যুবকের বয়স ২৫, গতকাল দুপুর বেলা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পেশায় তিনি গাড়ি চালান তাই বাড়ির লোকেরা মনে করেছিলেন অন্য কারোর সাথে গাড়ি চালাতেই চলে গেছে। রাতে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পরেন বাড়ির লোকেরা । রাতে খোঁজাখুঁজির পর শুক্রবার সকাল বেলায় পাশের একটি বাগান থেকে তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পায় বাড়ির লোকজন। তারপরে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। খবর দেওয়া হয় সাঁকরাইল থানায়। পুলিশ দেহটিকে ময়না তদন্তের জন্য সাঁকরাইল থানা নিয়ে আসে । প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছেন বাড়ির লোকেরা। কারোর প্রতি তাদের কোন সন্দেহ নেই বলেই জানান তার মেজ ভাই সমীর হাজরা। তবে এই যুবক বাড়ির বড় ছেলে ছিল । কি কারণে এই মৃত্যু তা তদন্ত নেমেছে সাঁকরাইল থানার পুলিশ।