পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- অল বেঙ্গল গ্রামীণ ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বর্ধমান শহরে। এই মিছিলটি বর্ধমান শহরে লায়ন্স ক্লাব থেকে শুরু হয়ে গর্জন গেট এবং বাদামতলা প্রদক্ষিণ করে আবার লায়ন্স ক্লাবে এসে শেষ হয়। মূলত দাবিগুলো হলো ব্যাংকের লক্ষ লক্ষ টাকা খেলাপি ঋণ উদ্ধার করতে হবে, অবিলম্বে এন পি এস বাতিল করে পুরনো পেনশন স্কিম চালু করতে হবে, শ্রম আইন সংশোধন করা চলবে না । অল বেঙ্গল গ্রামীণ ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশনের প্রদীপ মন্ডল বলেন, ব্যাংকের পুনর্গঠন, ব্যাংক বেসরকারিকরন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে আমাদের এই মিছিল। আমরা লায়ন্স ক্লাব থেকে শুরু করে কার্জন গেট এবং বাদামতলা হয়ে আবার লায়ন্স ক্লাবে এই মিছিল শেষ হবে। ১১ এবং ১২ই ফেব্রুয়ারি আমাদের গোটা রাজ্যব্যাপী অল বেঙ্গল গ্রামীণ ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র সরকারের বিভিন্ন ভ্রান্ত নীতির বিরুদ্ধেই আমাদের এই রাজ্য সম্মেলন।
Home রাজ্য দক্ষিণ বাংলা অল বেঙ্গল গ্রামীণ ব্যাংক এমপ্লয়ীজ ফেডারেশন পক্ষ থেকে মিছিল ও নবমতম সম্মেলন।