তৃনমূল নেতা দুলাল দেবনাথের সাথে জলপাইগুড়ি বিজেপির বিক্ষুব্ধ নেতা অলোক চক্রবর্তীর সাথে সাক্ষাৎ নিয়ে জল্পনা।

0
290

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- তৃনমূল নেতা দুলাল দেবনাথের সাথে জলপাইগুড়ি বিজেপির বিক্ষুব্ধ নেতা অলোক চক্রবর্তীর সাথে সাক্ষাৎ নিয়ে জল্পনা। বিজেপির প্রাক্তন সহ সভাপতি অলোক চক্রবর্তী কি তৃনমূলে যোগদান দান করবে? এই নিয়ে শনিবার জলপাইগুড়িতে চর্চা শুরু হয়। অবশ্য এই নিয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর মন্তব্য, বিধানসভা নির্বাচনে যারা জলপাইগুড়ির বিজেপির প্রার্থীকে হারাতে আদাজল খেয়ে নেমেছে, তাদের নিয়ে আমি মন্তব্য করতে চাই না। জানা গেছে, বিজেপির বর্তমান জলপাইগুড়ি জেলা সভাপতি বাপ্পি গোস্বামীর বিরুদ্ধে বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা অলোক চক্রবর্তী। যদিও বর্তমান জলপাইগুড়ির বিজেপির নেতৃত্বে অলোক চক্রবর্তীকে বহিস্কার করেছে বলে দাবি করেন। তবে অবশ্য, খুব তাড়াতাড়ি জলপাইগুড়ি জেলার বিজেপির তাবাড় তাবাড় নেতারা তৃনমূলে যোগদান করবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির তৃনমূল নেতা দুলাল দেবনাথ। তবে, তৃনমূলে যোগদানের কথা অস্বীকার করেছে বিজেপির বিক্ষুব্ধ নেতা অলোক চক্রবর্তী।