নিজস্ব সংবাদদাতা, ইটাহার: পঞ্চায়েত ভোট কে সামনে রেখে ভুমি পুত্র ইউনাইটেড পার্টির ব্লক ভিত্তিক কর্মী সভার আয়োজন করা হয় শনিবার ইটাহারে। এদিন ইটাহার ব্লক কমিটির উদ্যোগে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সভা হলে ব্লকের বেশ কিছু কর্মী সমর্থকদের উপস্থিতিতে সংগঠনের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হলেও নিজেদের দাবি দাওয়া নিয়ে আগামী দিনের কর্মসূচি আলোচনা করা হয় বলে জানা গেলেও ব্লক ভিত্তিক কমিটি গঠন করা হয়, সাধারণ মানুষের জন্য উন্নয়ন মূলক কাজ করা হবে বলে জানান সংগঠনের পক্ষ থেকে। ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মহম্মদ সারওয়ারদি , জেলা সভাপতি শ্যামল রায়, ব্লক সভাপতি এম ডি কাবাতুল্লা, পার্টির মুখ পাত্র বজলেরুর রহমান নির্মল সরেন, রমেশ চন্দ্র সিংহ সহ অন্যান্য নেতৃত্ব।
Home রাজ্য উত্তর বাংলা পঞ্চায়েত ভোট কে সামনে রেখে ভুমি পুত্র ইউনাইটেড পার্টির ব্লক ভিত্তিক কর্মী...