বর্ধমান জিআরপি থানার উদ্যোগে ফিরে পাওয়া অনুষ্ঠান।

0
191

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান জিআরপি থানার উদ্যোগে ফিরে পাওয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বর্ধমান স্টেশনে জিআরপি থানায়। ফিরে পাওয়া অনুষ্ঠানটি মূলত যে সমস্ত ট্রেন যাত্রীদের মোবাইল ফোন বিভিন্ন কারণে বর্ধমান স্টেশনে চুরি গেছিল বা হারিয়ে গেছিল সেই প্রাপকদের হাতে তুলে দেওয়া। বর্তমান থানার জিআরপি পক্ষ থেকে আজ ৫৫ জন প্রাপকের হাতে এই মোবাইল ফোন তুলে দেয়া হয়। বর্ধমান জিআরপি থানা পক্ষ থেকে তৃতীয় পর্যায়ে করা হলো এই অনুষ্ঠান এর আগে করা হয়েছিল প্রথম পর্যায়ে করা হয়েছিল ২৭শে সেপ্টেম্বর এবং দ্বিতীয় পর্যায়ে করা হয়েছিল 25 শে নভেম্বর এরপর আজ ১১ই ফেব্রুয়ারি করা হলো তৃতীয় পর্যায়ে। শুধুমাত্র ফিরে পাওয়া অনুষ্ঠান নয় বিভিন্ন সময় বর্ধমান স্টেশনে বর্ধমান জিআরপি তরফ থেকে করা হয় সচেতনতামূলক প্রচার। যে সমস্ত প্রাপকদের হাতে এই মোবাইল ফোন তুলে দেয়া হয় তারা হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন পেয়ে ধন্যবাদ জানাই বর্তমান থানার জিআরপিকে আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল জনের ডিএসপি উজ্জল দাস, বর্ধমান জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তা হরণ সিনহা সহ জিআরপির অন্যান্য আধিকারিক বৃন্দ।