পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার ঘোষপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত খাড়ু রাধানগর গ্ৰামে পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা।তাদের দাবী,এলাকাতে ৫০ মিটার দূরে রয়েছে একটি সাবমাশিবেল পাম্প ।সেখান থেকে ১৫ টি পরিবার ও পঞ্চায়েত সদস্য জল পাচ্ছেন।তার পরেও নিজের বাড়ির কাছে পূনরায় জলের সাবমাশিবেল নতুন সংযোজন বসছে।অথচ যেখানে বেশ কয়েকটি পরিবার একসাথে রয়েছে এবং যাদের আগে জলের সুযোগ সুবিধা পাওয়ার কথা সেখানে সাবমারসিবল বসানো হচ্ছে না।এই অভিযোগ তুলে পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এমনকি নতুন সাবমারশিবেলের কাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা, আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, বিজেপির বক্তব্য তৃণমূলের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্নীতিতে ভরা, নিজেদের আখের গোছানোর জন্যই বিভিন্ন দুর্নীতি করছে, অন্যদিকে তৃণমূলের বক্তব্য পুরো বিষয়টা আমরা খতিয়ে দেখছি, আর বিরোধীরা তো অপপ্রচার করবেই।
Home রাজ্য দক্ষিণ বাংলা ঘোষপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত খাড়ু রাধানগর গ্ৰামে পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে বিক্ষোভ...