জেলার বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বড় অংশই চলে এসেছেন রাজ্যের শাসকদল প্রভাবিত কর্মচারী ফেডারেশনের ছত্রছায়ায়, দাবি সংগঠনের।

0
224

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জেলার বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বড় অংশই চলে এসেছেন রাজ্যের শাসকদল প্রভাবিত কর্মচারী ফেডারেশনের ছত্রছায়ায়। দাবি সংগঠনের।বিএসকে-র কর্মীদের দেওয়া হল সদস্যপদ। পাশাপাশি অ্যাডহক কমিটি গড়ে শুরু হল কাজ। কিছুদিনের মধ্যেই বিএসকে কর্মীদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানালো ফেডারেশনের জেলা নেতৃত্ব।
রবিবাসরীয় সকালে জলপাইগুড়ির বাবুপাড়ায় তৃণমূল জেলা কার্যালয়ে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের সাথে বৈঠক করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি সঞ্জয় সিংহ রায়। জেলার বিভিন্ন ব্লক থেকে এদিন বিএসকে কর্মীরা হাজির হয়েছিলেন।পরে সঞ্জয়বাবু বলেন, বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীরা আমাদের সংগঠনে আসতে চেয়েছেন। ওনাদের সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।আপাতত একটি অ্যাডহক কমিটি গড়ে দেওয়া হল। সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া শেষ হলে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সঞ্জয়বাবুর দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মসূচী রূপায়নে অগ্রণী ভূমিকা নেবেন বিএসকে-র কর্মীরা।