পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী পহেলা মার্চ থেকে গ্রামাঞ্চলের টোটো ঢুকতে পারবেনা বর্ধমান পৌরসভা এলাকায়। গ্রাম অঞ্চলের টোটো দের জন্য চারটি পয়েন্ট করা হয়েছে বর্ধমান পৌর এলাকার বিভিন্ন জায়গায়। পৌর এলাকায় ঢুকতে না পারায় সমস্যায় টোটো চালকরা। সেই মর্মে আজ বৈকন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত টোটো চালকরা ডেপুটেশন জমা দিলেন বৈকন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপি মল্লিক এর কাছে। বৈকন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপি মল্লিক তিনি টোটো চালকদের আশ্বস্ত করেন তার ক্ষমতার মধ্যে যতটুকু হবে তিনি তাদের জন্য করবেন। টোটো চালক জয়ন্ত মন্ডল বলেন, পৌর এলাকায় আমাদের যদি ঢুকতে না দেয়া হয় তাহলে আমরা সমস্যায় পড়বো। শুধুমাত্র উল্লাস মোড় থেকে ঘোড়দোর চটি পর্যন্ত আমাদের অনুমতি দেয়া হয়েছে তাহলে আমাদের ভাড়ার সংখ্যা কমে যাবে এবং আমরা সংসার চালাবো কি করে। তাই আজকে আমরা সমস্ত টোটো চালকরা মিলে বৈকুন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন জমা দিলাম। পরবর্তীকালে আমরা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছেও ডেপুটেশন জমা দেবো। যাতে আমাদের সমস্যার সমাধান করা হয়। বৈকুন্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপি মল্লিক জানান, আমি খবর মারফত জানতে পারলাম যে পঞ্চায়েত এলাকার টোটো পৌরসভা এলাকায় ঢুকতে দেবে না। সত্যিই এটা একটা বড় সমস্যা। কারণ আমার গ্রাম পঞ্চায়েত এলাকা একদমই পৌরসভা সংলগ্ন তাহলে এই টোটো চালকরা কি করে টোটো চালাবেন। আমি ওনাদেরকে বলেছি আমার যতটা ক্ষমতার মধ্যে পড়বে আমি ততটা ওনাদের জন্য করব।