প্রাপ্য DA এর দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে আদালত কর্মচারীরা।

0
181

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রাপ্য DA এর দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে আদালত কর্মচারীরা। সোমবার সকাল থেকেই সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা আদালতেও আদালত কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন। এর আগেBDA এর দাবিতে আদালত কর্মচারীরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছিল। তাও তাদের দাবি পূরণ না হওয়ায় এদিন তারা পূর্ণ দিবস কর্ম বিরতির পথে হাঁটেন। আগামী দিনে তাদের দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।